মানুষের সাথে যদি মানুষের ছায়ার দূরত্ব থাকেনা,
সেখানে তাদের অনুসরণ অর্থহীন, দৃষ্টির ব্যবধানও অথর্ব ।
তাই একপায়ের বৃক্ষ হয়ে আমি মানুষের সাথে ছায়ার দূরত্ব রচনা করি ।
হিংস্র সমতা ঐক্যতন্ত্রের উৎকর্ষতা তাদেরকে ধ্যানি করে,
গর্জনমুখর তর্জনী আমাকে আশান্বিত করে ।
হতাশার আবরণে ঢাকা তাদের চোখের ভাষা আমাকে স্বপ্ন দেখায়
এই নগরে রচিতব্য ইতিহাসের কোন অধ্যায়ের আমিই রচয়িতা হবো ।
মিথ্যার ঢাল তলোয়ার কতক্ষণ টিকতে পারে সত্যের মোকাবেলায় ?
সত্যব্রতী সাধনা মানুষের সাথে মানুষের ছায়ার
দূরত্বের উপর নির্ভর করে সফলতা কিংবা ব্যর্থতা ।