চতুষ্পদ জন্তুরাও আজ মানুষ,
আমি ভাবি জন্তু তাদের ;
মুখোশ তাদের দেখতে সুবোধ ,
মনন বোধ হিংস্র তাদের।
.
দেখবে, তোমার কাছে আশেপাশে
মুখোশধারী মানুষ তারা
বোধের দুয়ার খোলে গভীর ধ্যানে
দেখবে তখন জন্তু তারা।
.
সিদ্ধিলাভে নগ্নতাকে শ্রীবৃদ্ধি ভাবে
মানুষরূপী শুকর তারা
ভোগের নেশায় হন্য হয়ে আবর্জনার
দখল নিতে মত্ত তারা ।
.
চিত্তে তাদের অসুর বিলাস,
লজ্জা ঢাকে আবর্জনায় তারা
এমন রুপে দেখবে যাদের মানুষ নয় ,
চতুষ্পদ জন্তু তারা ।