গ্রীষ্মের তপ্ত রোদ্রের দখলে রাত্রির অর্ধাংশ ।
প্রখর রোদ্রে ঘামের সাথে ঝরছে অলিগলি,
এলিজি থেকে উদ্বাস্তু শিবিরে দাঁড়িয়ে থাকা বৃক্ষের সবুজ।
তুমুল প্রতীক্ষা বছরের অবসাদ মুছতে ভিড় জমেছে
সমুদ্র সৈকতে দুবিল , মাখসাই, নিচ , কান প্রভৃতি শহরে ।
পৌরুষ্যহীন সমুদ্র সৈকতে নগ্ন কিংবা
অর্ধনগ্ন নারীদের রোদ্র সঙ্গম ।
আইফেল টাওয়ার, রিপাবলিক চত্বর ,
বাস্তিল সনজেলিজে ...
প্রতিদিন প্রায় সত্তর হাজার জোড়া পদচিহ্ন অংকিত
ভ্রমণতীর্থ প্যারিস যেন এক বর্ণিল মানব উদ্যান ।
এখানে এখন মধ্যরাত নেই,
রাত্রির সূচনাতে জেগে উঠে ভোরের আভা।
প্রতিদিনকার সূর্যসখ্য শ্রমঘাম সুদৃঢ় করে
স্বাধীনতা-সমতা-ভ্রাতৃত্বের বন্ধন।
এখানকার গ্রীষ্মের তপ্ত রোদ্র আর শীতের ঠাণ্ডা
বরফের চাদরের এক আলিঙ্গনে
আজ আমাদের উদ্বাস্তু জীবন ।