(অসুস্থ্য কবি আল মাহমুদকে রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় সুচিকিৎসার দাবিতে )
এভাবেই যদি বিছানায় শুয়ে থাকেন
এভাবেই যদি সুন্দরের অপলক দৃষ্টি বন্ধ হয়ে যায়
এভাবেই যদি তাঁর কলম থেকে শব্দরা আর বেরিয়ে না আসে
এভাবেই যদি মনন সৌন্দর্য আশ্রিত স্বপ্নগুলো আহত হয়
আর এভাবেই যদি চলে যান কবি আল মাহমুদ
তবে এর দায়ভার পুরো বাংলাদেশের ।
শব্দের অভিসম্পাতে রচিত হবে বাক্যবৃক্ষ ,
জগদল পাথর চাপা বাংলাদেশে সুন্দরের পথ আগলে দাঁড়াবে
অভিধানের নিকৃষ্টতম শব্দাবলী ।
নির্মোহ চিত্তে শব্দ চাষে নিজেকে বিলিয়ে আজ তিনি বিছানাসঙ্গী ।
হয়তো প্রকৃতির অমোঘ বিধান এগিয়ে আসছে কবির পাশে ,
কামনা শুধু এতটুকুই বাংলাদেশ একটু এগিয়ে আসুক
কবির পাশে হাতে কলম ধরবার একটু শক্তি নিয়ে ।
না হয় শব্দের অভিসম্পাতে রচিত হবে বাক্যবৃক্ষ
আর সুন্দরের পথ আগলে দাঁড়াবে অভিধানের নিকৃষ্টতম শব্দাবলী।