[ আজ বিশ্ব পরিবেশ দিবস। আসুন সবাই আমাদের শরীর ও মনের চারপাশের পরিবেশটাকে আরেকটু সুন্দর ক'রে তোলার শপথ নিই। আসুন সবাই প্রকৃতিকে আমাদের সুন্দর মনের ছোঁয়া দিয়ে অপরূপ সাজে সাজানোর প্রয়াস নিই। আসুন আমাদের বর্তমান ও অনাগত প্রজন্মকে আরেকটু সুন্দর পৃথিবী উপহার দেওয়ার পথে পা বাড়াই। ]
সাফাই নিয়ে গাইছি সাফাই;
তোমরা সবাই এসো।
ময়লাতে নয়, আজকে সবাই
শুভ্র মেঘে ভেসো।
পথের ধারে, ঘরের কোণে,
সিঁড়ির ওপাশটায়,
কিংবা মনের সংগোপনে,
ময়লারই যে ঠাঁই।
যখন হাতে সময় নিয়ে,
গাছের কাছে যাবো,
কান পাতলেই চুপ-কান্না
ঠিক শুনতে পাবো।
কেউ দেখিনা শরীরে তার,
ধুলো বালির স্তূপ,
কেউ ভাবি না তেষ্টাতে সেও,
কাঠ গলাতে চুপ।
ফুল ছিঁড়ি, আর গাছের দেহে
লিখি প্রেমীর নাম,
কেউ শুনিনা আর্তিধ্বনি,
‘ওরে এবার থাম্’।
প্রেমের নামে মুখর যে হয়,
নিবিড় ছায়াতল,
পার্কে দেখা ছল নাটকে,
গাছের চোখেও জল।
রঙিন খামের রসদ পেতে,
হত্যা করি তাকে;
কেউ ভাবিনা, ধ্বংস এতে
করছি সভ্যতাকে।
বাগানে বা ব্যালকনিতে,
আজ ফুরসত নিই;
রোজ চেনা ঐ মূক গাছকে,
এসো সময় দিই।
সাফাই নিয়ে গাইছি সাফাই,
তোমরাও সাথ দাও;
মনের যত কটুকণা,
ঠিক হবে উধাও।