একটি দেশে সাতটি মানুষ
থাকত জোশে,
মিলেমিশে।
একটি জনের কান্না পেলে,
আর ছ’টিতে
হারায় দিশে।

এমন দেশে হঠাৎ ক’রে
কিসের যেন
ঝঞ্ঝা এল।
সেই ঝঞ্ঝায় সাতটি মানুষ,
সাতটি সুরে
ভিরমি খেল।

দেশের মানুষ একেক সুরের
শরিক হ’ল
খুশি মত।
দ্বেষ হিংসায় এ তার উপর
ফুঁসছে সবাই
অবিরত।

তাই না দেখে চড়ুই পাখি
ব্যঙ্গ  ক’রে
ভেংচি কাটে -
হায় রে মানুষ ! সম্প্রীতি তোর
ধুলোয় লুটায়,
পথে ঘাটে।