এসো ব্যথারাশি মন্থনে তুলি,
জীবনবোধের যুক্তি,
বেদনা সাগরে ডুব দিয়ে, করি -
বাঁচবার সাথে চুক্তি।
এসো ব্যথা নিয়ে ছিনিমিনি খেলি;
কষ্টকে করি জব্দ;
দেখো’ পালাবার পথ খুঁজবেই
বেদনার চাপা শব্দ।
বুকে আর মুখে এসো হাসি মাখি;
সত্য যে হবে মানতে -
সুখ শান্তিরা হাতছানি দেয়,
শত কষ্টের প্রান্তে।
এসো ভুলে যাই ভুল পথ গুলো,
বাঁচতেই হই মত্ত;
এসো অশ্রুতে স্নান ক’রে পাই,
স্নিগ্ধ হাসির স্বত্ব।
প্রিয়জনটিকে হারানোর ব্যথা?
প্রতারণা? দ্বেষ? ভ্রান্তি?
চেনামুখ কেউ পিঠে ছুরি মারে?
ফিরে আসছেনা শান্তি?
হোক এলোমেলো চারপাশগুলো,
এসো আঁটি আজ ফন্দি,
মগজে, হৃদয়ে দৃঢ় বোধ নিয়ে,
হেসে বাঁচাতেই মন দি’।