বড় ভালো লাগে মেঘলা আকাশ,
খোলা ছাদে ঝোড়ো হাওয়া;
পড়ুক বৃষ্টি, বড় ভালো লাগে -
স্মৃতিদের পিছু ধাওয়া।
বড় ভালো লাগে খোলা জানলায়,
লাজুক জ্যোৎস্না ফোঁটা;
ভালো লাগে, দৃঢ় চেতনার ভাষা,
বেঁচে থাকবার গোঁ-টা।
বড় ভালো লাগে হাসিমুখগুলো,
প্রিয় মানুষের সাথে;
ভালো লাগে যত জীবনের গান -
সাবওয়ে, ফুটপাতে।
বড় ভালো লাগে জোনাকি-আলোয়,
অপলক চাহনিটা;
ভালো লাগে যত শান্তির বাণী,
ঘৃণা-হিংসার চিতা।
বড় ভালো লাগে হাসিখুশি শিশু,
অভাগা মায়ের কোলে;
ভালো লাগে তবু জীবনযুদ্ধে,
সত্যের জয় হ’লে।
চোখ বুজে আসে চোখে পড়লেই,
কটু মন, বিদ্বেষ;
ভালো লাগে নাকো, ভালোলাগা পেতে
প্রতিহিংসার রেশ।
দুর্দম পৃথিবী
অমানিশা কেটে জীবন যেখানে
বসন্ত ফুলবীথি।
এই আমাদের চারপাশে,
দুঃখের নিশি থাকলে পরেও
ভোরের আলোয় প্রাণ হাসে।
ভালবাসার প্রাণের জোয়ার
বইছে প্রবল উল্লাসে,
কটু মন আর বিদ্বেষ ভাব
ক্ষুদ্র বড়ই তার পাশে।
আপনার ভাল লাগা না-লাগা গুলো আমার ক্ষেত্রেও একইরূপ।
খোলা ছাদে ঝোড়ো হাওয়া;
পড়ুক বৃষ্টি, বড় ভালো লাগে -
স্মৃতিদের পিছু ধাওয়া।____কিছু কষ্টের কথা বলে গেলে এই স্তবকে ।
বড় ভালো লাগে খোলা জানলায়,
লাজুক জ্যোৎস্না ফোঁটা;
ভালো লাগে, দৃঢ় চেতনার ভাষা,
বেঁচে থাকবার গোঁ-টা।_____স্বপ্ন নিয়ে বেঁচে আছেন কবি বন্ধু
বড় ভালো লাগে হাসিমুখগুলো,
প্রিয় মানুষের সাথে;
ভালো লাগে যত জীবনের গান -
সাবওয়ে, ফুটপাতে।_____ভালো অনুভুতি ।
বড় ভালো লাগে জোনাকী আলোয়,
অপলক চাহনিটা;
ভালো লাগে যত শান্তির বাণী,
ঘৃণা-হিংসার চিতা।________দারুণ পছন্দ
বড় ভালো লাগে হাসিখুশি শিশু,
অভাগা মায়ের কোলে;
ভালো লাগে তবু জীবনযুদ্ধে,
সত্যের জয় হ’লে।____ জয় হোক।
চোখ বুঁজে আসে চোখে পড়লেই,
কটু মন, বিদ্বেষ;
ভালো লাগে নাকো ভালো লাগা পেতে -
প্রতিহিংসার রেশ।-----এটা কারো কাম্য নয় প্রতিহিংসা।
একটু একটু করে জীবনের ভলো মন্দের দিক গুলো খুঁজে পেলাম কবিতায় ।অসাধারণ
আশা করি পাবো আপনাকে সব সময় ।শুভকামনা জানবেন /
অভাগা মায়ের কোলে;
ভালো লাগে তবু জীবনযুদ্ধে,
সত্যের জয় হ’লে।
বাহ --অনুপম কথামালা
ইচ্ছে হয়।শুভেচ্ছা রইল।
অসাধারন এ কবিতা