তুলতুলি
(এস, এম, ইমরানুল ইসলাম রাজন)
শীত লাগে না তুলতুলির,
গায়ে ভারী জামা।
উপহারসমেত হাজির হয়েছে,
দাদা- দাদী- নানা।
কোনটা ছেড়ে পড়বে কোনটা,
পড়েছে ভারী জ¦ালায়।
একটার পর আরেকটা খোলে,
ধৈর্যে যা কুলোয়।
দেখছে সবই বাবা-মা,
তারই ছলা-কলা।
চলছে ঠিকই তারই মত,
মুখ দিয়ে যা বলা।