সুখের স্মৃতি
(এস, এম, ইমরানুল ইসলাম রাজন)
টাপুর টুপুর শিশির কনা,
মিষ্টি রোদের ছোঁয়া।
সকাল সকাল দাদী দিয়েছে,
পিঠা- পায়েঁশ- মোয়া।
সারাদিনের ক্লান্তি শেষে,
গড়াই নদীর বুঁকে।
হীম- শীতল ঠান্ডা হাওয়ায়,
জুড়োয় প্রান সুখে।
রাত্রি এলেই ঘিরে ফেলে,
কুয়াশায় ঢাকা চাদর।
রাত্রি শেষে দিন আসে,
কমেনা তবু আদর।
হাসি আনান্দে কেটে যায়,
খেয়ে হালুয়া- রুটি।
সুখের স্মৃতি আসবে ফিরে,
হবে যখন ছুটি।