শীতকাল

(এস, এম, ইমরানুল ইসলাম রাজন)

শিশির ভেজা ঘাসের চুঁড়ায়,
শত ফরিং এর বেনা।
চাদরে ঢাকা প্রকৃতি দেখে,
শীতকাল যায় চেনা।

স্নিগ্ধ রোদের সোনালী সকাল,
হরেক পাখির সাজে।
খুশি মনে সবাই চলে,
যে যার যার কাজে।

খেজুর রসে নারিকেলে ভেজা,
পিঠা- পায়েশ- পুলি।
স্বজনদের ঐ মিলনমেলা,
যায় কিভাবে ভুলি।

দীনহীনের তো বাঁচাই দায়,
হিম শীতল ঠান্ডার তোড়ে।
আহার-বিহারও যেমন তেমন,
রাত শেষ হয় ভোরে।

টাটকা সব্জি ফলের মেলায়,
দেশজুড়ে ছড়ায় রং।
প্রকৃতিও মেলে ধরে তার,
বাহারি নানান ঢং।

শীতকালেতে প্রাপ্তি অনেক,
পূরন হয় হরেক চাওয়া।
শীতের শেষে প্রকৃতি মাঝে,
লাগে বসন্তের হাওয়া।