সাধু
(এস, এম, ইমরানুল ইসলাম রাজন)
সাধুদের আজ মান বেড়েছে,
আশপাশে সব কালো।
আইন-কানুন ছড়িয়ে দিয়ে,
থাকছে নিজে ভালো।
সাধু সবে ভর করেছে,
আপন উপাসনালয়ে।
ফতোয়াবাজীর বাজার গরম,
মুল্লুক- লোকালয়ে।
সময় করে যাচ্ছ তুমি,
আল্লাহ নবীর ঘরে।
তবু তোমার ক্ষেদ মেটেনা,
ঈষৎ লাভের তরে।
শেষ বিচারে কি বলবে,
দেবদূত খোদার কাছে?
আওড়ানো সব বুলি ছাড়া,
আর কি আমার আছে?