রায় বাহাদুর - বিদায় হও
এস, এম, ইমরানুল ইসলাম রাজন
রায় বাহাদুর- বিদায় হয়ে,
গোটাও তোমার পাল।
তা না হলে আমজনতা,
তুলবে পিঠের ছাল।
হায়েনার পা চাটা তুমি,
তুমি চোখের বালি।
বিবেকের মাথা খেয়ে দিয়েছ,
শহিদদের গায়ে কালি।
শ্রান্তিসহ বিদায় হয়ে,
থামাও তোমার ছল।
তা না হলে শেষ বেলাতে,
হবে না ভাল ফল।
চোরের মায়ের গলা বড়,
সেই বুলি কে শোনে।
রক্তচোষাদের জাইগা হবে না,
সরল বাঙ্গালী`র মনে।