সম্মানিত সকল প্রবাসী ভাই ও বোন দের জন্য উৎসর্গ

প্রবাসীর মূল্য

(এস, এম, ইমরানুল ইসলাম রাজন)

প্রবাসীরা কোন স্বার্থ বোঝেনা,
নেই তাদের বেশী চাওয়া।
দেশ ও স্বজন থাকবে ভালো,
এতেই ওদের সব পাওয়া।

গায়ের রক্ত পানি করে,
দিন শেষে ওরা ভাবে।
পরিবারের কথা করে মনে,
ফিরবে দেশে কবে।

ওদের টাকায় বেড়ে ওঠে,
দেশের আয়-প্রবৃদ্ধি।
প্রবাসে বসে স্বপ্ন দেখে,
সোনার বাংলার সমৃদ্ধি।

বিপদে ওরা পড়লে প্রবাসে,
দেশকে পায়না পাশে।
কর্তা-ব্যক্তিরা হাট গুটিয়ে,
ক্রদ্ধ হাসি হাসে।

প্রবাসীর মৃত্যু হলে পরে,
থাকে না পাশে দেশ।
লাশের সাথে স্বপ্ন তাদের,
অনাদরে হয় শেষ।

দেশের ভালো করতে হলে,
প্রবাসীর মূল্যায়ন দরকার।
দেশ ও দশের উন্নয়ন হবে,
বুঝবে যখন সরকার।