প্রিয় নদী গড়াই
(এস, এম, ইমরানুল ইসলাম রাজন)
মায়ের মতো আপন নদী,
আমাদের প্রিয় গড়াই।
তারই তীরে জন্ম নিয়ে,
করি মোরা বড়াই।
শত আবেগ-উৎকন্ঠা এই,
মায়া জড়ানো পথে।
কত স্মৃতি জড়িয়ে আছে,
গড়াই নদীর সাথে।
খেঁয়া-সাঁকো-চঁড়াট ছিল,
পারাপারের ব্যবস্থা।
তারই বুকে সেতু হয়ে বদলেছে,
জীবন-মানের অবস্থা।
নোংরা ময়লায় ভরে গেছে,
নদীর কূল-পাড়।
তাকে আবার প্রান দিয়ে,
শোধ করবো ধার।