পোশাক
(এস, এম, ইমরানুল ইসলাম রাজন)
জন্মে সবার রুপ হয়,
পোশাক ছাড়া সাজ।
মানুষ শুধু পোশাক পরে,
ঢাকতে নিজের লাজ।
পোশাক আবার আনান্দ দেয়,
বাড়ায় ক্ষমতা দায়।
পোশাক পড়লে যায়না ভাবা,
কে বাবা, কে ভাই।
সাদা শুভ্র পোশাক পড়ে,
কংস মামারা আসে।
লোভের ফাঁদে পড়ে অনেকে,
পোশাক পড়ে ফাঁসে।
পোশাকে আবার মান বাড়ে,
হয় অনেক সুবিধা আদায়।
পোশাকের দোষে সব হারিয়ে,
সুখ নেয় চির বিদায়।
পোশাক পড়ে দেখা যায়,
রুপে- গুণে সবে মানুষ।
পোশাকের মাঝে থাকে কিছু,
মানুষের বদলে ফানুস।
শুধু পোশাকে দূর হয়না,
মনের চাপা পাপ।
মানুষ যদি বদলায় তবে,
পোশাক পাবে মাফ।