পাক-পাঞ্জাতন
(এস, এম, ইমরানুল ইসলাম রাজন)
গাদির খুমে রায় দিলো,
আল্লাহর নবী (সাঃ) নিজে।
লাখো সাহাবার সাক্ষ্য লুকানো,
মুসলিমের কি সাজে?
আলী(রাঃ), ফাতেমা- হাসান- হোসেন
নবীর (সাঃ) আপন কওম।
তাদের হাতেই বায়াত হবে,
এটাই শরীয়তের নিয়ম।
পীর- আওলিয়া প্রচার করেছে,
ধর্মের মর্ম বানী।
তারই সুরে সুর মিলিয়ে,
আমরাও তাই মানি।
সরল ধর্ম গরল করেছে,
নব্য জ্ঞানীর দল।
ফিতনার যতো ফতোয়া মেরে,
নাড়ছে ধর্মের কল।
ঈমান-আমল পিছে রেখে,
উপাসনালয় গড়ছে শত।
আসল খবর বলছে কি কেউ,
মানুষের মূল্য কত?
মানুষ দেখে বোঝা দায়,
আসলে কি তার কর্ম।
স্বার্থ হাসিল হলেই পরে,
কে দেখে কার ধর্ম।
সঠিক বানী প্রচার করা,
পাক-পাঞ্জাতনের শিক্ষা।
তারই মাঝে মুক্তি মিলবে,
যদি পাও সঠিক দীক্ষা।