নব-যৌবন

(এস, এম, ইমরানুল ইসলাম রাজন)

আজকে তুমি নাদুস-নুদুস,
কালকে তুমি শুন্য।
পরের ধনে পোদ্দারিতে,
রুপ নিয়েছ বন্য।

স্বপ্ন তোমার শেষ হয়েছে,
ছল্লি-বল্লি করে।
লাজ-লজ্জার অন্ত গেছে,
কপট নেতার ঘোরে।

কংস নেতা পাহাড় গড়ে,
দেশ- বিদেশ জুড়ে।
তোমার আমার দিন কাটে,
এদিক- সেদিক ঘুরে।

হুঁশিয়ার হও, প্রস্তুত হও,
তরুন তাজা শক্তি।
তোমাদের মাঝে নীহিত আজ,
দেশ ও দশের মুক্তি।