মুক্ত পাখি

(এস, এম, ইমরানুল ইসলাম রাজন)

একটি ঘরে দুইটি পাখি,
বাঁধলো সুখের ঘর।
বাচ্চা এলো ডিম ফুঁটে,
দুইটি পর পর।

বাসা বানালো তিলে তিলে,
খঁড়, কুটো, পাতার জোরে।
তাতেই সবাই সুখে ছিল,
যার যার মতো করে।

ওপারের মুক্ত পাখি দেখে,
ছুটলো তাদের পিছে।
সঙ্গী হারিয়ে বুঝলো শেষে,
সবই ছিল মিছে।

একটু দমকা হাওয়া হলেই,
কেঁপে ওঠে ঠুনকো ভারা।
শক্ত করেই লাভ কি তাতে,
ঘর হয় যদি সাথীহারা।

মুক্ত পাখি হয়না সাথী।
ভিন্ন তার স্বপ্ন- যাপন।
যতই কাছে টানো তারে,
হবেনা সে কভু আপন।