জীবনবোধ
(এস, এম, ইমরানুল ইসলাম রাজন)
চলে যাবে বলে এসেছি,
এই মায়া ভরা তটে।
তবুও তো মন মানে না,
যা খুশি করি অকপটে।
শুন্য হয়ে আগমন হয়,
সেই শুন্যেই হয় বিদায়।
এরই মাঝে লেনদেন হয়,
কে করবে কার আদায়।
মনও বলে মাঝে মাঝে,
নে তো একটু মেখে।
আড়ালে সবই উশুল করে,
দেখ না আরেকটু চেখে।
মওলা বুঝি একটু বোকা,
চোখেও দেখে একটু কম।
পাপ তো কেউ কম করিনা,
জানি শেষে আসবে যম।
অন্যায়ের সাজা হয় তাতে,
নিপীড়িতের কি লাভ হয়।
সবাই আপন স্বজন হারায়,
কারোরই হয় না জয়।
বুঝবো কি করে সত্যটাকে,
নাই এত জানা-শোনা।
বুঝি যা তাই করি আমি,
এভাবেই গেল আট আনা।