জগ্রত প্রান

(এস, এম, ইমরানুল ইসলাম রাজন)

এই দেশে তো কোন মাটি নেই,
দেব কোথায় তোদের কবর।
বিজ্ঞের দেশে ভরা আছে যত,
মাটির বদলে গবর।

এখানে তো কোন মানুষ নেই,
করবে কে তোদের সৎকার।
বিবেকহীন মানুষেরা সবে,
করে শুধু ফাঁকা চিৎকার।

তোদের তাজা রক্তে ভিজেছে আজ,
সারা বাংলার জমিন।
ঘরে বসে সবে আরাম-আয়েশে,
করছে আমিন আমিন।

সকলে বসে দিনযপ করে,
কখন মরবে আপন।
তখনই সবাই পাশে দাড়াবে,
ছাড়বে সুখের যাপন।

মৃত্যুমুখে ছিল শুধু,
তোদের কয়েক সহপাঠী।
বিবেকহীন এই সমাজের ,
মার মুখে শত লাথি।

তোদের এই আত্মত্যাগ,
যুগে যুগে হবে স্মরণ।
একদিন ঠিকই গর্ব হবে,
হবেনা তোদের মরন।