দলকানা
(এস, এম, ইমরানুল ইসলাম রাজন)
দলকানারা থাকে ভালো,
দল যখন থাকে মোজে।
ভিন্নরা সবে পাক না পাক,
ব্যস্ত থাকে ভোজে।
দল থেকে যখন অর্থ ঢালে,
সব নেয় নিজের পাতে।
তৃণমূলেরা হাহাকার করে,
পৌছে না তাদের হাতে।
বদ্ধ ঘরের নেতার কথায়,
ভায়ে ভায়ে করে লড়াই।
পড়শীর মাথায় বাড়ি মেরে,
ফলায় ক্ষনিকের বড়াই।
কংস নেতা গোপনে পালায়,
দলের বিপদ যখন আসে।
দলকানারা দিকবীদিক ছোটে,
কাউকে পায়না পাশে।
ফেরারী হয়ে একা বসে ভাবে,
এই ছিল কি নিছাব?
পরের কথায় পর হয়েছে সবে,
মেলেনা কোন হিসাব।
দলকানারা ভাবেনি কেউ,
ছুটেছে ভুলের পিছে।
পাপের পরে পাপ বেড়ে আজ,
দলের নামই মিছে।