দানববধ

(এস, এম, ইমরানুল ইসলাম রাজন)

ভয়ে কাতর হায়নার দল,
ইঁদুর করেছে তাড়া।
শান-শওকত ফেলে সবে,
হচ্ছে রাজ্য ছাড়া।

পাপের পরে পাপ বেড়েছে,
হয়নি তাদের হুঁস।
শোলা ইঁদুরের পালের তোরে,
খেয়েছে জোরছে ঢুঁস।

দেশ ও দশের সম্পদ লুটে,
রাজকোষ করেছে সাবাড়।
বেহায়াদের হাতে হয়েছে,
দেশের কম্ম কাবার।

পাপকে তবু ও বাপে ছাড়েনা,
গেছিল লুটেরা ভুলে।
ইঁদুরের দল পাকড়াবে তাদের,
ভেবেছিল কি কোন কূলে?

জাগ্রত প্রান জেগেছে আজ,
চোরের আছে যে খবর।
বিবেকহীন সব দানবের হবে,
দেশের মাটিতে কবর।