চোরের রাজ্য
(এস, এম, ইমরানুল ইসলাম রাজন)
চারদিকেতে চুরির হিড়িক,
চোরের দেখা নাই।
চোর পালানোর পরে সবাই,
চুরির খবর পায়।
আজকের চোর অনেক বড়,
ধরা যায় না তাকে।
সবার চোখে ধুলো দিয়ে,
সঁটকে পরে ফাঁকে।
যারা ধরবে চোর-বাটপার,
তারাই করে চুরি।
দেশ -দশের ধন লুটে নিয়ে,
ভরছে তাদের ভুরি।
আসল চোরের দূর্দিন আজ,
বোঝেনা চুরির আকার।
মুখোশ পড়া চোরের তোরে,
হয়েছে তারা বেকার।
দেয়াল ঘেরা কালো ঘরে,
বড় চোরেরা থাকে।
পাইক-পেয়াদার পাহারায় তারা,
কূট চাল দেয় ফাঁকে।
জেগে ওঠো বীর বাঙ্গালী,
চোরের সঙ্গ ছাড়ো।
নিজের ভালো বুঝে নিয়ে,
ওদের বিদায় করো।