ছিন্নমূলের শিশুরা

(এস, এম, ইমরানুল ইসলাম রাজন)

ছিন্নমূলের শিশুগুলোর,
চোখে ভারী মায়া।
সবাই তাদের ভেংচি কাটে,
নেই তাদের কোন ছায়া।

সমাজ তাদের নাম দিয়েছে,
কু-বেজন্মা-জারজ।
বৈধ হলেও কাঙ্গাল বলে,
গালি খাওয়া তাদের ফরজ।

ওদের বাড়ি-গাড়ি নেই,
নেইকো হায়া-শরম।
অনাদরেই মানুষ ওরা,
কি শীত কি আর গরম।          

ভিনদেশী পুত বেগমের ঘরে,
সাহেব-সমাজের নেইকো আরজ।
কাঙাল পথের কুকুর বলে,
জনক থাকতেও ওরা জারজ।