চেয়ারের ক্ষমতা
(এস, এম, ইমরানুল ইসলাম রাজন)
চেয়ার তো ভাই আজিব বড়ই,
থাকে ঘিরে চারটি পায়া।
তারই মোহ কেউ ছাড়ে না,
কি অপরুপ তার মায়া।
চেয়ার যখন বহাল থাকে,
সবাই মানে তারে কাজী।
একটুখানি ছিঁটকে গেলেই ,
যায় হয়ে সে পাজী।
চেয়ার থাকলে প্রমান তার,
বিরাট বড় আমলা।
সেখান থেকে সরলেই পরে,
মানেনা চাকর- কামলা।
চেয়ারে বসে ভাবেনা কেউ,
কালো হাতে করে আদায়।
মন থেকে সবে থু থু করে,
হয় যখন তার বিদায়।
চামচারা সবে থাকে ভালই,
থাকে ঠিক আরাম- আয়েশ।
মন্দের সাথে মিলিয়ে হাত,
মেটায় মনের সব খায়েশ।
চেয়ারওয়ালা যখন উল্টে পড়ে,
শুরু হয় বুনো হামলা।
সাগরেদেরা সবে সাধু সেজে,
তারই নামে করে মামলা।
কারও মান কমবেনা কভূ,
যদি থাকে কাজে সমতা।
ইজ্জত নিয়ে চলবে সে জন,
না থাকুক চেয়ারের ক্ষমতা।