বক পড়শী-২

(এস, এম, ইমরানুল ইসলাম রাজন)

বাংলা ছিল শান্তিময়,
আমরা ছিলাম সুখী।
বক পড়শীর তোপের মুখে,
আজকে মোরা দুঃখী।

অস্ত্র দিয়ে, খাদ্য দিয়ে,
একদা করেছিল স্বাধীন।
তাদের চোষক-হায়না রুপ,
করেছে মোদের পরাধীন।

বাঁধ দিয়ে পানি নিয়েছে,
সীমান্তে করছে হত্যা।
তাদের কুঁটচালে পড়ে,
হারিয়েছি মোদের স্বত্তা।

ভয় দেখিয়ে, লোভ দেখিয়ে,
সব করছে আদায়।
কার এত আজ সাধ্য আছে,
করবে তাদের বিদায়।

ক্ষমতা-বিত্তের লোভের মোহে,
হয়েছি তাদের দাস।
কেই জানিনা কে খুলবে,
মোদের গলার ফাঁস।

বীর বাঙ্গালী ওঠো জেগে,
তোমরাই জাতির শক্তি।
নিজের ভালো বুঝলে তবে,
মিলবে চীর মুক্তি।