বক পরশি
(এস, এম, ইমরানুল ইসলাম রাজন)
বক পড়শি বাঁধ খুলেছে,
দেশ ভাসছে বন্যায়।
অসময়ে পানি দিয়ে ওরা,
করছে ভারী অন্যায়।
যখন দেয়ার তখন দেয়না,
মোদের পাওনা পানি।
সবখানেতেই হিংসা তোদের,
আমরা সবাই জানি।
মুখে মুখে ওরা পিরিত করে,
দেখায় শক্তি-বল।
দিনে দিনে তো বুঝেছি মোরা,
সবই ছিল ওদের ছল।
পিশাচিনীকে বশ করে তোরা,
দিয়েছিস মোদের ফাঁকি।
নদী তো সবে শেষ করেছিস,
কি আর রেখেছিস বাঁকি?
ছোট্ট পেয়ে হাজির হয়েছিস,
বুনো হায়েনার রুপে।
প্রকৃতির শিক্ষা একদিন তোদের,
ছুঁড়ে ফেলবে কূপে।
শয়তানি করে ফেলেছিস মোদের,
ভয়াল বন্যা - বানে।
সময় হলেই দেখবো সেদিন,
কে তোদেরকে মানে?