বিভেদ
(এস, এম, ইমরানুল ইসলাম রাজন)
মিলাদে নাকি দোষ পেয়েছে,
ফতোয়া হয়েছে জারি।
বকধার্মিকের সুদিন আজ,
বাজার বেজায় ভারী।
জিলাপী-বাতাশা বিদায় নিয়ে,
শিরনী উঠেছে জাতে।
পোলাও-বিরানী স্থান পেয়েছে,
হয়ে তবারক পাতে।
বোঝায় দায় খাবার দেখে,
আসলে কিসের আলাপ।
ভাব-অনুভব লাটে উঠে তাই,
চলছে বিভেদের প্রলাপ।
পায়ে পায়ে কত মসজিদ আজ,
মুসল্লি আসে যায়।
ফতোয়ার ফাঁকে বিভেদে মানুষ,
শান্তি কোথায় পায়?
স্বার্থের তরে ধর্ম নিয়ে,
বিভেদ করেছে যারা।
মৃত্যুর পরে রোজ হাসরে,
পার পাবে না তারা।