বিজয়ী মা
(এস, এম, ইমরানুল ইসলাম রাজন)
মাগো তোমার খোকা ফিরেছে,
বিজয়ের মালা পড়ে।
ক্লান্তি ক্লেশ দূর হয়েছে,
আপদ গেছে সরে।
বুলেট বোমা চোখ রাঙ্গানি,
পারেনি রুখতে অন্দরে,
রক্তের ¯্রােত পাড়ি দিয়ে,
ভিড়েছে জয়ের বন্দরে।
আম-জনতা এক হয়েছে,
তোমার খোকার ডাকে।
পাপের ভারে ঠক শাসক আজ,
সঁটকে পড়েছে ফাঁকে।
অত্যাচারী শকুন শাসকেরা,
ভেগেছে লেজ গুটিয়ে।
বালির বাঁধের পাপের প্রাসাদ,
পড়েছে ভেঙ্গে লুটিয়ে।
স্বাধীন হয়ে মুক্ত হয়ে আজ,
ফিরেছি তোমার কোলে।
এখন তোমায় সবাই বলবে,
বীর বিজয়ীর মা বলে।