বিজয় দিবসের শপথ

(এস, এম, ইমরানুল ইসলাম রাজন)

আজ আমাদের মুক্ত দিবস,
হয়েছি মোরা স্বাধীন।
সেই কারনে বিশ^বাসী,
বলে না মোদের পরধীন।

যাদের প্রানে দেশ পেয়েছি,
পেয়েছি স্বাধীন পতাকা।
বলছি তাদের শহীদ মোরা,
জীবিতদের বলছি বীর।

আজ পতাকায় দাগ পড়েছে,
বুনো হায়নার লোভের দোষে।
আবার তাকে বাঁচাবো মোরা,
বিজয় দিবসের শপথ শেষে।