বিদায় শোষক

(এস, এম, ইমরানুল ইসলাম রাজন)

আম-জনতার ভারে রাজা,
হয়েছে আজ কুপকাত।
শেষ-মেষ তার বন্ধ হয়েছে,
অন্যায় উৎপাত।

যাদের উপর ভর করেছ,
তারাই মেরেছে ল্যাং।
রক্তে ভেজা জনতা আজ,
ভেঙ্গেছে তোমার ঠ্যাং।

শপথ তুমি নিয়েছিলে,
হবে মোদের রক্ষক।
বিবেক নীতি ভুলে হলে,
লোভী-চোষক-ভক্ষক।

বাঙ্গালী সবে বীরের জাতি,
মানে না কোন চোখ রাঙ্গানী।
মায়া-মমতায় ঘাটতি হলেই,
মাত করে সকল ঠেঙ্গানী।

কোন শোষক পেরে ওঠেনি,
বীর বাঙ্গালীর সাথে।
কড়ায়-গন্ডায় ফল পেয়েছে,
হারিয়ে ক্ষমতা লাটে।

তোষামুদে চোর ছ্যাচড়া,
হুশিয়ার সাবধান।
বাঙ্গালীর কাছে পার পাবে না,
যতই হও ক্ষমতাবান।