আত্বপরিচয়
(এস, এম, ইমরানুল ইসলাম রাজন)
অতীত তুমি ভুলে গেছো,
ভুলেছ তোমার মান।
পর চর্চায় ঢাকা পড়েছে,
বাপ-দাদাদের নাম।
আদব ছিল, শাসন ছিল,
ছিল মায়ার ছোয়া।
উৎসব হলেই খেতে দিত,
চিড়া-মুড়ির মোয়া।
জীবন ছিল সুখময়,
মান ছিল সঠিক।
পাল্লার বদলে কাঁটা এসে,
ওজন হলো বেঠিক।
বিপদ আপদ আসলে পরে,
ছুঁটে আসতো পড়শি।
বর্যা এলেই ছেলেপুলে,
ফেলতো পানিতে বড়শি।
ধন-জ্ঞান পুঁজি করে,
ছুঁটলে সবে বিদেশ।
জ্ঞানশুন্য পড়ে রইল,
তোমার প্রানের স্বদেশ।
যতই তুমি গড়ো পাহাড়,
অবিহিত বিভব নিয়ে।
সমুদয়ের তাই অবসান হবে,
তোমর দাসখত দিয়ে।