আম-জনতার প্রত্যাশা
(এস, এম, ইমরানুল ইসলাম রাজন)
ভুত ভেগেছে নিজের পাপে,
নাশ হয়েছে ক্রান্তিকাল।
বক পড়শির ঘরে লুকিয়ে,
চালছে শত কূটচাল।
নিয়ম ভেঙ্গে, আবেগ দিয়ে,
দায়িত্ব দিয়েছি তোমাদের।
দেশকে একটু সোজা করে,
করবে না হতাশ আমাদের।
ড. ইউনুস তুমি মোদের,
আশার একমাত্র আলো।
এখনই সকল দোসর হটাও,
থাকতে সময় ভালো।
যত তুমি নরম হবে,
হায়নারা উঠবে জেগে।
কঠিন ধোলাই খেলেই পরে,
আপনিই যাবে ভেগে।
রক্তের স্রোত পাড়ি দিয়ে,
আজকে হয়েছ রাজা।
পাপিদেরকে পাকড়াও করে,
দিতেই হবে সাজশড়ো
প্রবাসীরাও দূরদেশ থেকে,
দিয়েছে সাহস তথ্য।
ফ্যাসিস্ট হটাতে ওরাও দিয়েছে,
অদেখা শক্তি পথ্য।
শান্তি প্রিয় দেশবাসীর আজ,
একমাত্র আশা।
সঠিক সময়ে পূরন করবে,
আম-জনতার প্রত্যাশা।