কোথাও একটা তারসানাই বাজছে,
করুণ সুরের রেশ, ছড়িয়ে পড়ছে
রাতের শরীর জুড়ে।
"...কেশরিয়া বালম........পধারো মারে দেশ"...
না:, আজ আর আসবে না ঘুম।
কোথাও একটা যন্ত্রণা বাজছে,
মরুদেশের হু হু বাতাসে বালির শুষ্কতায়
একাকিনী বিরহিণী,
"মান্দ" এর সুরে কান্নাভেজা আর্তিতে...
হে প্রিয়, ফিরে এসো ঘরে...
তারসানাই, কেন এমন করে বাজে?
বিরহব্যাথার আকুল আর্তি, এমন করে
শোনায় কেন নিঝুম রাতের বিরহিণীকে?