বিদ্যুৎ ঝলসানো পোড়া গাছ, আর
সীমান্তের পারে রক্তাক্ত সৈনিকের
নিরস্ত্র হাত...
সময় জানে সব,
শিকড় মরে না সহজে, ঘুমিয়ে থাকা পাতারা
জাগবেই একদিন।
সীমান্তের ওপারে শত্রু আছে যতদিন,
সৈনিকের রক্ত মাখা হাত ধরবেই অস্ত্র,
যতই তাকে টুকরো করো,
ঝাঁঝরা করো বুলেট দেগে।
বিশ্বাসঘাতক সাবধান! জেনো,
সৈনিকের চোখে ঘুম নামে না কখনো।