পল যায়, মুহূর্ত যায়,
সময় বয়ে চলে আপন খেয়ালে।
একটা ছোট্ট নুড়ি
আনমনে ছুঁড়েছিলাম
পুকুরের নিস্তরঙ্গ জলে।
টুপ করে ডুবে গেছে সেটা
পুকুরের গোপন গভীরে।
জানিনা ঠিক কোনখানে
ঘুমিয়ে রইল সে।
দিয়ে গেল একরাশ মৃদু কম্পন
নিস্তরঙ্গ জলে, হয়ত বা আমার
নিস্তেজ ক্লান্ত মনে!
যেমন করে ছড়িয়ে পড়ে
টুকরো টুকরো স্মৃতিরা
মনের সিক্ত মাটিতে।
নুড়িটা হারিয়ে গেছে।
ওকে ফিরে পাওয়ার চেষ্টাও করিনি।
পাড়ে বসে আছি,
তার রেখে যাওয়া তরঙ্গটুকু
মনের আয়নায় এঁকে নিয়ে....!
জানি, তুচ্ছ সেও ফিরবে একদিন,
স্মৃতির সরণি ধরে,
ওই তরঙ্গটুকুর তালে তালে।
যেদিন আবার বসব এসে
শৈশবের ছায়াঘেরা পুকুরের পাড়ে।