মাচার ওপর কচি লাউ আর পুঁইশাক,
মাটির ওপর কুমড়ো।
বাতাসে দুলছে তিনটে কচি ঝিঙে,
গোটাদশেক ঢ্যাঁড়শ,
টবে সবুজ টম্যাটো বেশকিছু, আর
গাছভর্তি লঙ্কা।
বেগুনগাছে ফুল এসেছে,
ধনেপাতা হয়েছে একঝাঁক।
এই বাগান আমার গর্ব!
আমার নিজেহাতে করা।
ঠিক যেমন তোমার ফুলের বাগান।
গোলাপ, টগর, গাঁদা, জবা, বেল, গন্ধরাজ,
শীতের দিনে ডালিয়া বা চন্দ্রমল্লিকা,
শরতে শিউলি --
রঙের বাহারে ফুলের গন্ধে
ঐ বাগান তোমার গর্ব!
মাঝখানে এক কাঁটাতারের বেড়া।
পাশাপাশি দুটি বাগান।
তোমার খুশীর রঙ, আমার সতেজ স্বাস্থ্য।
কখনো কখনো ভাবি----
যদি ঐ বেড়ার সীমানাটুকু মুছে ফেলা যেত!
একাকার হয়ে যেত রং আর রস!
ফুলেফলে রঙেরসে ভরে যেত মাটি!
আচ্ছা, এমন কখনো হয় না?
*"অবশেষে" কাব্যগ্রন্থের অন্তর্গত।