মধ্যরাতের কালো অন্ধকারে
শ্মশানের স্তব্ধতা চিরে
ফালাফালা করে দিয়ে
জেগে উঠল নারীকন্ঠে একটিমাত্র
সুতীক্ষ্ণ অসহায় আর্ত চিৎকার!
আপন আপন ঘরের বন্ধ দরজার আড়ালে
কোণঠাসা ভয়ে ইঁদুরযোনি প্রাপ্ত মানুষেরা
শুনল সবাই উৎকর্ণ হয়ে।
অঘোর ঘুমে ঘুমোয় রাত,
জীবিত ইঁদুরের দল, যারা
আকারেপ্রকারে অবিকল এক একটা মানুষ,
হাতড়ে হাতড়ে আধো অন্ধকারে
প্রাণপণে জড়িয়ে ধরে
মা-বোন-মেয়ে অথবা গৃহলক্ষ্মীকে,
যেন অস্ত্র হাতে প্রহরীটি!
যেন রাত্রিকে ঘুম পাড়িয়ে
তারা আছে জেগে অতন্দ্র প্রহরায়!
এরপর, ক্যামেরা উঠবে ঝলসে
টাটকা খবর নিতে, আর
সব্বাইকে জানান দিতে অনুপুঙ্খ বিবরণ--
ঘটনাস্থল সরগরম হবে,
ইঁদুরগুলো আপ্রাণ চেষ্টা করবে
মানুষ হয়ে উঠতে।
মোমবাতিরা আহুতি দেবে,
যেমনটা হওয়া উচিৎ,
যেমনটা হয়েই থাকে।
দিন গড়িয়ে যাবে।
ভোঁতা হয়ে আসবে সেই চিৎকারের ধার।
রাজনীতি চশমা এঁটে বলবে--
"সামান্য ঘটনা।
এমনটা তো হয়েই থাকে ।।"