ইচ্ছে হল পুষব পাখি,
রাখব ধরে মস্ত খাঁচায়।
সকাল বিকেল কিচিরমিচির
আসবে কানে, ভরবে হৃদয়।
বাজার থেকে খুঁজে খুঁজে
হরেক রকম কিনছি পাখি।
যে কটা ভাই, বাজারে নাই,
ঝোপঝাড়ে ফাঁদ পেতে রাখি।
এমনি করেই ক্রমে ক্রমে
মস্ত খাঁচা উঠল ভরে
নানান জাতে, নানান রঙে।
যে দেখে সে হিংসে করে।
তবুও তো মন মানে না,
আরো, আরো, চাই যে আরো।
শুধাই তোমায়, নতুন নতুন
পাখির খবর দিতে পারো?
কোকিল, দোয়েল, ম্যাকাও, টিয়া,
চন্দনা আর কাকাতুয়া .......
যত্ন করে হিসেব রাখি,
'সুখপাখি'টাই ধরতে বাকী।।