নাগকেশরের ফুলগুলো
ফণা তুলে চেয়ে আছে চোখে চোখ রেখে।
কী উদ্ধত গ্রীবাভঙ্গি! কী অহংকারী তারা!
যেন ভয় দেখাতে চায়,
আহবান জানায় দ্বৈরথসমরে!
পা টিপে টিপে গেলাম ওদের কাছে।
বন্য দলসজ্জায় ঋজুদেহ ফুলগুলোর
প্রতি পাপড়িতে অবজ্ঞার উদ্ধত প্রকাশ।
সামান্য ফুল, আমার চোখে চোখ রাখে!
যেন কাছে গেলেই পাকে পাকে জড়িয়ে
ধরবে গলা, দমবন্ধ করে শুষে নেবে
জীবনের রস!
অন্তরের সমস্ত অভিমান জড়ো করে
আমি ওদের টুঁটি টিপে ধরেছি।
ছিঁড়ে ফেলেছি ফুলগুলো নির্বিচারে,
হিংস্র পৈশাচিকতায়।
যত ছিঁড়েছি পাপড়ি,
ততই যেন জড়িয়ে পড়েছি
নাগকেশরের মোহে....
রয়েছি আজও পরবর্তী ফুলটি
ফোটার অপেক্ষায়, সাগ্রহে......
মোহের এ শিকল ছিঁড়ে
আমিও কি মুক্তি পেয়েছি?