হারিয়ে গিয়েছিল বাংলা এক দিন
মহা- সাগর তলে
তুমি অনুধাবন করেছিলে বলে
কুড়িয়ে, বঙ্গ থেকে দিলে বাংলাদেশ এর নাম
হে, হাজার বছরের শ্রেষ্ট্র বাঙালী-
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
বাঙালীর গড়ীমা বাংলার ইতিহাস ঐতিহ্য
তোমার বিশাল হৃদয়ে ধারণ করেছিলে বলে
আমরা আজ বাঙালী, বাংলাদেশী বিশ্বায়নে।
আমরা রণবীর, তুমি উদ্বোদ্ধ্য করেছিলে যে রণে
বিজয়ী মোরা বাংলাদেশ জয়ে,
হে বাংলাদেশের স্বপ্ন দ্রষ্ট্রা মুজিবুর
আমরা বাঙালী তোমার দানে ।