সবুজ প্রান্তর আর ধবধবে কাশবন
সুর্যালোকে ঝক-ঝক করা সোনালী ফসল
কলকল স্রোতস্বী নদীগুলো পরাধীন ভোগছে ।
আমাদের মতো মুর্ছে ভোগছে
শ্যামল প্রান্তর, শহর মুখি গ্রামের মেঠো পথ ।
থর থরে কাঁপছে হীন আঘাতে বৃক্ষরা
অথচ, হাঁসছে ওরা অট্টহাসি, ভয়ানক অট্টহাসি ।
বন-বাদাড়ে পাখিরা পীড়িত
হারিয়েছে কলরব, যেন ডানা বাঁধা,
নিস্তব্ধে কাটে রজনী কুকিলে
বন হরিণের দ্রুতগতি রোদ্ধ
লকলকে লতাপাতাও পুড়ছে হিংস্র দাবানলে
স্বাধীনতা আর কারো নেই অধিকার হারা সব কিছু
কিন্তু, ওরা ‘নেতারা’ আছে ভাল, হাঁসছে, খাচ্ছে নিজ-স্বাধীন ।