ডাকরে ‘সত্য’ পরান খোলে আপনারে
আপন কথায় আপন স্বরে
তুল জাগিয়ে জরাবেশের ঘুমন্তরে ।
অন্তর দিয়ে মন্তদেরে সোহাগ বর্ষে ডাক আদরে
ওরা যে ঘুমিয়ে আছে খাম-খেয়ালে ।
আজকে যত ঘুমের অলস আলসেপনায়
চেতন ঝরা, সবার প্রাণে আপন আভায়
শুভ্র আলোক ফুটিয়ে যারে সবার মাঝে
আপন সাঁজের সত্যতারে ছড়িয়ে অভয়
বুকে আগুন জ্বালিয়ে দে নিজের বলে ।
অন্ধ বধির সকল প্রাণে আপন গানে
স্থান করে নে ওরে ‘সত্য’ আঁধার দলে
নির্ভৃত্তে তোর মুখ ফুটে মনের কথা‘ক
সত্যে জুড়ে মিথ্যা যত ঢাক অতলে
পাঁজর খোলে জ্বালরে আলো আপন জ্যোতে ।