দীর্ঘ কবিতায়
সাড়ে সাত কোটির প্রাণে মুগ্ধতা
মহা কবির কাব্যে তিনটি কথা
‘মুক্তি,
স্বাধীনতা,
জয়’।
বজ্র কন্ঠে ধ্বনীত বাণী ছড়িল ভূবনময়।
আকাশে বাতাসে বাজিল বীণা
প্রাণে প্রাণে জাগলো বাসনা
হাজার বছরের মনোকামনা স্বাধীকার বিজয় ।
একাত্তরের সাত মার্চে
ধীর পদে কবি উঠিলেন মঞ্চে
হাজার বছরের গ্লানি সব মুছে
পাঠ্য কবিতায় ঘোষনা অভয়
জয় বাংলা’ জয় জয় জয় ।