পুরুষপ্রেম পেয়েই হও তৎক্ষার্নাত পুর্ণ
তুমি না হয় থাকো শুধুই বালিকা
জানো তুমি? ছোয়ায় বাড়ো অছোয়ায় রও কলিকা ।
তোমার কোমলতা প্রেম মমতা পুরুষ হতে বিকাশ
পুরুষইত তোমার প্রকাশ, নাই কোনু আর-
পুরুষ বিনা দেহ মন তোমার, চালিকা ।
পুরুষের হয়ে নিস্তরণ তোমার ন্যস্ত
মিটাতে ক্ষুদা সুধা যে হও পান-তব্য
তুমি পেয়ালায় শুরা, পুরুষের জন্যইতো রাখা ।
ফুল মল্লিকা প্রেম পাত্র প্রেমের তরে
সোহাগের পুত্তলিকা মধু কল-কল পুষ্প
পুরুষ বিনা তুমি নিঃস্ব তুমি বিনা পুরুষ ভুখা ।