ঘন ঘন বাজে সুর
হূদয় মাঝে নব নব অনুরাগে
উথলে হিয়ায় ভাব পৃথিবী সোহাগে ।
বুকে ভাঁজা কলকল মৃদুছল উছলে
হায়! প্রাণ মোর দোলে নিরলে নিবিড়ে
শ্যামল ধরণীর অমল রসাবেগে ।
বীথিকাবনে মধু মাধুরী রুপ হরিয়া
ব্যাকুল প্রাণে আকোলিত হইয়া
জুড়ি, মনো ভাব বিথারি স্বরাগে ।
জলকলস্বর ধ্বনি হিয়া মলে রাগ বুনি
নদী, সাগরের জোয়ার কলতান রাগিনী
লহরীত সুরধারা মরমে জাগায়সারা রঙে ।
উতসুক নয়ান ঝরায় প্রেম বান
ধুসর ছায়ায় গোধুলি মায়ায়
পরান লোভায় মনোরম আভায় স্ববেগে ।
বিজনে বিজনে স্বর পাখির কলরোল
গিরি ঝর্ণার দ্বারে ঝলকে রুপ অতুল
ঝুল ঝুল রুপে হূদয় আমার আবেগে ।