আমার বুক ভরে যায়-
মাগো, তোমার মায়ার স্নেহের আঁচল তলে
তুমি আমার স্বর্গ ধরার সকল সুখের মূলে
আমার বাংলাদেশ, আমার জন্মভূমি ‘মা’
ধন্য আমার জনম জীবন তোমার কোলে দোলে ।
আমার বাংলাদেশ, আমার জন্মভূমি ‘মা’ ।
বক্ষ্য পেতে আদর করে-
সখ্যে আমায় শুয়াইলে
ধন্য মনে অন্ন দিলে আমার মুখে তুলে
মাগো, পিয়াসেতে শিতল জলে পরান জুড়াইলে
দুঃখে-সুখে সকল বেলা স্নেহ বিথারিলে ।
আমার বাংলাদেশ, আমার জন্মভূমি ‘মা’ ।
হাওর ভরা দিলে ফসল
বন-অরণ্যে রসেলা ফল
খাল-বিল আর নদীর কল-কল জল
মাগো- প্রাণে মদল বাজায় সুর চঞ্চল
সোনালি ক্ষেতের ধান-ধনে ভরলে আঁচল ।
আমার বাংলাদেশ, আমার জন্মভূমি ‘মা’ ।
ছয়ঋতুতে ঝলক বুনি
অপরুপ দৃশ্যে সাজো জননী
মনে-প্রাণে বাজায় ধ্বনি সবুজ শ্যামল বন-বনানি
মাগো, কুসুম বনের গন্ধে আকুল পরানখানী
বিশ্বমাঝে শ্রেষ্ট তুমি রুপ লাবণ্যে ধনি
আমার বাংলাদেশ, আমার জন্মভূমি ‘মা’ ।