বৃষ্টির জলে, ক্ষীন নদী ঢেউ উথলে গায়
আহা ! স্রোতস্বি ধারায় -
আষাঢ় জোয়ার ছুটছে ধেয়ে দিকে দিকে
থৈ থৈ জলে বাজছে মাদল তরঙ্গ খেলায়-
আজি, দোল-দোল নবীন বরষা
আবেগ উদ্ভাসা ভাব মাখিয়ে যায় ।
নবীন বর্ষায় পাথার দৃশ্যে ভাস্য প্রান্তর
আলোক-সুন্দর নিখুঁত বিচিত্র দিগন্তর
দৃষ্টি হরা অজ পাড়াগাঁ চিত্তেহরষ ছোঁয়ায় ।
আহা! বরষা, মুগ্ধ আবেশ ছঁড়ায়
বৈভব আনন্দ বিবশা মধুভাব পরশা-
হাওর-বাওরে কল-কল ঢেউয়ে মনভোলায় ।
রাশি রাশি জলের মধুর হাসি খেলায়
আহা! লহর তুলে পবন দোলে
স্রোতবন্যার উচ্ছাসিত ভাসান বেলায় ।
সরসা গম্ভীর বর্ষার আবির শিহরন ফুটায়
সুদূর গগণে ঘনগর্জনে বারিধারা বহে
শুভ্র সজল রিমঝিম বর্ষণ হূদয় দোলায় ।