বাজিয়ে রাগিণী রসাবেগ উতলে ধরণি  
বারিধারা নিঝর্ণী বর্ষায়
ঝন ঝন সুরে মাতে শ্যামলা ঘন-ঘন
নব অনুরাগ বাটে জলাভূমি ভরে তন ।
হুলুরব দিকে দিকে সবুজের শাখে শাখে
বেজে উঠে কলরব সরসা মেঘ ছিটায় ।

আবেগের সোহাগে কেতকী কদম্বে  
ভাঁজে সৌ্রভ মুগ্ধ স্নিগ্ধতা সগৌ্রব গম্ভিরে ।
বর্ষার ঝরধারায় বিহ্বলে ছুটে বেড়ায় কালোমেঘ
গগণ মগন হরষা শিহরন ফুটায় আবেগে,
নবযৌবনা বরষা ধুসর বিভাসা বাদলরভসে
রিমঝিম বৃষ্টির আবিরে, শতদল মেঘদোলে সমীরে
নীলাভ সুষমা, নবীন বর্ষার রুপধারায় ।

গায় ধ্বনী কলরব নীড় বাঁধে সাদা বক বিজনে
আনন্দে আধার কুঁড়ে জলচর পাখি উড়ে দিকে দিকে ।
বরষার মুগ্ধতায় মাঠ-ঘাট ডুবা আষাঢ়ে
ভাসে তরী জলচড়ি মাঝি ফেরে গান করি উল্লাসে ।
সনসন দোলে পবন হাওয়রের জলঢেউয়ে
লহরিত করে মন হেরে নয়নে অপরুপ দৃশ্য
সবুজের বাংলায় আনন্দ ছোঁয়ে যায় কলকল বরষায় ।